অশ্লীল ভিডিও দেখতে বাধা দেওয়ায় দিদাকে খুন করে গ্রেফতার নাতি
ময়নাগুড়ি, ৩ মে : দিদা বাড়িতে একাই থাকতেন। রবিবার সন্ধ্যায় ঘুরতে গিয়েছিলেন নাতি। ফাঁকা ঘরে অশ্লীল ভিডিও দেখায় মগ্ন হয়ে পড়ে নাতি সম্রাট দাস। সেই ঘটনা দেখে ফেলেন দিদা। নাতির পরিবারকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বলে দিদা। আর তারপরেই খুন করে নাতি। এমনই হারহিম করা ঘটেছে ময়নাগুড়িতে। ঘটনায় গ্রেফতার হয়েছে নাতি। উল্লেখ্য, মঙ্গলবার রাতে এক ৬৫ বছরের বৃদ্ধা ঝর্না মহন্ত নামের দেহ উদ্ধারের ঘটনা ঘটে ময়নাগুড়ি ব্লকের দোমহনি কালীবাড়ি এলাকায়। হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের দাবি বৃদ্ধাকে খুন করা হয়েছে। বুধবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগ জমার কয়েক ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃত যুবকের নাম সম্রাট দাস (১৯)। সম্পর্কে বৃদ্ধার নাতি হয়। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে দিদার বাড়িতে অশ্লীল ভিডিও দেখছিল যুবক। সেই সময় বাড়িতে জানিয়ে দেওয়ার কথা বলে দিদা। আর তারপরেই হাত পা বেঁধে খুন করে নাতি। পুলিশ ধৃতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতে পাঠাবে পুলিশ।