ময়নাগুড়ি, ৪ মে : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ, উঠতি ঢোল বাদক কৃষ্ণ রায়ের। ঘটনায় গুরুতর আহত আরও ১ । এদিন ঘটনাটি ঘটে ময়নাগুড়ি - জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের উল্লাডাবরি সংলগ্ন এলাকায়। ঘটনায় শোকের ছায়া উত্তরের শিল্পী মহলে।
জানা যায়, মৃত কৃষ্ণ রায়ের বাড়ি মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙ্গা ছোট প্রধানের বাড়ি এলাকায়। তার বাবা নিজে একজন শিল্পী ছিলেন। সেই সূত্রে ছোট থেকেই গান বাজনার পরিবেশে বড় হয়ে ওঠে কৃষ্ণ। ছোট থেকেই গানের সাথে একাত্ম হয়ে ঢোল বাজানো শুরু করেন। বেশ কয়েক বছর যাবৎ গোটা উত্তরবঙ্গ সহ আসাম এবং বাইরের রাজ্যেও নিজের প্রতিভা তুলে ধরে বেশ খ্যাতি অর্জন করেছে কৃষ্ণ। বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই শোকাহত হয়ে পড়েন গোটা শিল্পী মহল। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর বেলা জলপাইগুড়ি থেকে বাইকে দুইজন আসছিলেন। সেই সময় জাতীয় সড়কের উল্লাডাবরি এলাকায় এই ঘটনা ঘটে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আরেকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।