প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার
কলকাতাঃ আংরাভাসা নদীর পারে গয়েরকাটার সবুজ চা বাগানে বেড়ে ওঠা সাহিত্যিক সমরেশ মজুমদারের। আজ বিকেলের পর সূর্য যখন অস্তমিত হবার পথে বাংলা সাহিত্যের জগতে আর এক নক্ষত্র পতন ঘটে গেলো। সোমবার সন্ধ্যা ৫.৪৫ মিনিটে কলকাতায় তিনি পরলোকগমন করেন। সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ই মার্চ ডুয়ার্সের গয়েরকাটায়। পড়াশুনা করেছেন জলপাইগুড়িতে। পড়াশুনার জন্য সেখান থেকে কলকাতায় যান। সেই সময়ে তাঁর ছাত্রজীবনের নানান ঘটনা অবলম্বনে লিখেছেন কলকাতায় নবকুমার উপন্যাস। তারপর অনিমেষ, কালবেলা, আট কুঠুরি নয় দরজা, বুনো হাঁসের পালক, গীতবিতান ছুঁয়ে বলছি, এক জীবনে অনেক জীবন, রংমহল, আমি রেণু, উত্তরাধিকার সহ বহু উপন্যাস, গল্প। অনিমেষ উপন্যাসের জন্য ১৯৮৪ সালে বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার পান। কালবেলা উপন্যাসের জন্য দ্বিতীয়য়বার সাহিত্য একাডেমী পুরস্কার পান। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান রয়েছে।