তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বে উত্তেজনা
নিউজ ডেস্ক,চাচোল:ধর্ণা মঞ্চের প্রস্তুতিকে ঘিরে টিএমসিপি ও বিজেপির বিবাদ। বিজেপির ফ্লাগ ফেস্টুন খুলে নেওয়া ও মাইক ভাঙার অভিযোগ টিএমসিপির কর্মীদের বিরুদ্ধে।রবিবার গভীর রাতে ঘটনায় তেতে উঠে মালদার চাঁচলের নেতাজি মোড় এলাকা।বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে।যদিও মারধরের অভিযোগ অস্বীকার টিএমসিপির।
পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বিজেপি সূত্রে, চাচোল পৌরসভা না হওয়ায় বঞ্চনার প্রতিবাদে নেতাজি মোড়ে সোমবার ধরনা কর্মসূচি উদ্যোগ নেয় বিজেপি। গতকাল নেতাজি মোড়ে গভীর রাত পর্যন্ত চলছিল বিজেপি কর্মীদের প্রস্তুতি, অভিযোগ ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ বিজেপি কর্মীদের সেই প্রস্তুতি বাধা দেয় বলে অভিযোগ। ফ্লেক্স খুলে নেওয়া এবং মাইক ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।