মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক,মালদা:মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে আবারও এক রোগীর ব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার দুপুরে এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায় পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের বাসিন্দা, শিউলি খাতুন সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন। শিউলী খাতুনের সঙ্গে ছিল তার দুই ছেলে মেয়ে। ডাক্তার দেখানোর পর আউটডোরের সামনে থাকা বটগাছের নিচে ছেলেমেয়ের হাতে ব্যাগ ধরিয়ে শৌচালয়ে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় এক মহিলা এসে ওই দুই শিশুর কাছে তার মা-বাবার কথা জিজ্ঞেস করে এবং সুযোগ বুঝে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হতে গোটা হাসপাতাল চত্বর জুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়েন শিউলী খাতুন নামে ওই রোগী। ব্যাগে নগদ ২০০ টাকা, দুটি ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল বলে জানান তিনি।