গাঁজার আসর থেকে আটক তিন
নিউজ ডেস্ক শীতলকুচি:শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরে দিন দুপুরে গাজার আসর। পুলিশের তৎপরতায় ধৃত তিন।মঙ্গলবার বিকেলে তিন টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যাক্ত ঘরে।
জানা যায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরগুলিতে কে বা কারা গাজার আসর বসায়। এই খবর শীতলকুচি পুলিশ প্রশাসনে পৌঁছলে পুলিশ প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে তৎপরতার সঙ্গে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তিন জনকে আটক করে শীতলকুচি থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে।
শীতলকুচি ব্লক বিএমওএইচ জানান ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘর গুলিতে কে বা কারা এরকম অবৈধ কাজ করছে তা জানা নেই।