চুরির ঘটনায় চাঞ্চল্য ছোট শালবাড়ীতে
নিউজ ডেস্ক শীতলকুচি:ছোটো শালবাড়ী এলাকায় সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী এলাকার। স্থানীয় সূত্রে, ছোট শালবাড়ী এলাকার বাসিন্দা রশিদুল মিয়া। পেশায় কাঠমিস্ত্রি। মঙ্গলবার সকালবেলা তামাক বিক্রি করে বাড়িতে ফেরেন তিনি। তামাক বিক্রি করা টাকা।শোকেজে রেখে তার পেশায় সে বেরিয়ে যায়। এদিকে রশিদুলের স্ত্রী ও মা ঘাস কাটতে মাঠে যায়।বাড়ি ফাঁকা থাকার সুযোগ কে কাজে লাগিয়ে,নগদ টাকা,সোনা,ও রূপো চুরি করে পালিয়ে যায় চোর।আনুমানিক ক্ষয়ক্ষতি এক লক্ষ টাকা।ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়।