৩২ দলীয় স্টুডেন্ট ডেভলপমেন্ট সোসাইটির পরিচালনায় এসডিএস কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে।
শীতলকুচি: নিজস্ব সংবাদদাতা
এ দিনের চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে চৌধুরীহাট আপ্পু সংঘ বনাম সিতাই ইলেভেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিতাই ইলেভেন। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১২২ রান করে সিতাই ইলেভেন। জবাবে চৌধুরী হাট আপ্পু সংঘ নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১০৪ রান করে। সিতাই ইলিভেন ১৮ রানে বিজয়ী হয়। ম্যাচের সেরা নির্বাচিত হয় সিতাই ইলেভেনের শুভ রায় প্রামানিক ৪২ বলে ৫৩ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। সিতাই এর পিন্টু রায় চার ওভারে কুড়ি রান দিয়ে চারটি উইকেট নেন। এবং পিন্টু রাউত চার ওভারে নয় রান দিয়ে একটি উইকেট নেন। চৌধুরীহাটের রিঙ্কু বর্মন উনিশ বলে ২৯ রান করেন। চৌধুরী হাটের বালা সেন চার ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। এবং রাজেশ মোদক চার ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন রামপ্রসাদ সরকার । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে শালডাঙ্গা নিউ ভার্সন । ইন্সপিরেশন ট্রফি পেয়েছে শীতলকুচি থানা। এই বিষয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধর আহারুল হক বলেন আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করি। এবছর কোচবিহার জেলার বিভিন্ন মাঠে ৩২ দলীয় এস ডি এস কাপ অনুষ্ঠিত হয়। আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিনের খেলায় চাম্পিয়ান প্রাইস মানি দেওয়া হয় 35 হাজার টাকা। রানার্স প্রাইজ মানি দেওয়া হয় ২৫ হাজার টাকা তৎসঙ্গে বিভিন্ন ট্রফি।