তীব্র গরমে রক্তের সংকট দেখা যায় বিভিন্ন হাসপাতালগুলোতে, সেই সংকট মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উৎসর্গ প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ও রাজগঞ্জ থানার পুলিশের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রাজগঞ্জ থানায় শুক্রবার, সেই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গনপথ, সাথে ছিলেন রাজগঞ্জ পঙ্কজ সরকার, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে, রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য শিবির রাখা হয়েছিল, এই বিশয়ে খান্ড বাহালে উমেশ গনপথ জানায় আজ রাজগঞ্জ থানার উদ্যোগে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেই শিবিরের সাথে সাথে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, পুলিশকর্মীর সাথে সাথে সাধারণ মানুষ রক্তদান করতে এসেছিল, মনে করা হচ্ছে 100 ইউনিট রক্ত সংগ্রহ করা হবে এই শিবির থেকে, সাথে থানায় এসে মিট দা অফিসারের মধ্যে দিয়ে এলাকার কিছু মহিলার কথা শুনলেন,