আন্তর্জাতিক নার্স দিবসে স্বাস্থ্য শিবিরের আয়োজন সিংগীমারী এলাকায়।
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ, ১২ মেঃ শুক্রবার রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের এলাকার সিংগীমারী হেল্থ সাবসেন্টারের তুফানগঞ্জ মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল। আইন সেবক ধীরেন দাস শিশু পাচার ও শিশুদের যৌন হেনস্থা ও শিশুদের অধিকার নিয়ে আলোচনা করেন। উক্ত শিবিরে এদিন ব্লাড প্রেসার চেকআপ করা হয় বিনামূল্যে। এছাড়াও গর্ভবতী মা ও শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের নিয়েও একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সায়ন মন্ডল ও হসপিতালের নার্স পারুল সিকদার এবং দুজন নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রী প্রীতি দাস রিয়া মজুমদার ও অঙ্গনারী দিদি মায়া দাস, সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কো-অর্ডিনেটর রাজু সরকার রাজু সাহা ও উক্ত হেল্থ সাব সেন্টারের কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট মিঠু সরকার।