উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়ার দাবিতে পথে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ আদিবাসীদের,দাবি না মানা হলে দেশের রাষ্ট্রপতিকে চিঠি।
মালদা :নিজস্বসংবাদদাতা
চাঁচল-১নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত পানপাড়া গ্রামের বাসিন্দারা। স্বাস্থ্য পরিষেবার দিক থেকে তাদের বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ।এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়ার দাবিতে এবার পথে নামলেন পানপাড়ার বাসিন্দারা।বৃহস্পতিবার গ্রামের পুরুষ মহিলা সহ সকলেই তীর ধনুক ধামসা মাদল নিয়ে আগুন জ্বালিয়ে গ্রামীণ সড়কে বিক্ষোভ ও অবরোধ করেন।অবরোধে আটকে পড়েন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাকির মোহাম্মদ।তিনিও বিক্ষোভে সামিল হন।পরিবারের সকলকে নিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামের বাসিন্দারা।ওই বিক্ষোভের জেরে রাস্তায় আটকে পড়েন বহু মানুষ ও যানবাহন।তাদের দাবি,পানপাড়া গ্রামেই সরকারি ওই উপ স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তুলতে হবে।অন্যত্র নিয়ে যাওয়া যাবেনা।পানপাড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়া না হলে ভোট বয়কটের হুমকি দিয়েছেন বাসিন্দারা।তাদের দাবির কথা দেশের রাষ্ট্রপতির কাছে লিখিত ভাবে জানানো হবে বলে জানিয়েছেন।গ্রামের প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরিষেবা নিতে চাঁচলে আসতে হয়।গ্রামের বেশিরভাগই মানুষ দিন আনে দিন খাওয়া।সকলের পক্ষে গাড়ি ভাড়া কর দূরে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নেওয়া প্রায় অসম্ভব।পাশাপাশি ভাঙাচোড়া রাস্তায় বারে বারে টোটোয় চেপে স্বাস্থ্য পরিষেবা নিতে চরম সমস্যায় পড়বেন প্রসূতিরা বলে দাবি করছেন।গ্রামে ওই উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলে স্বাস্থ্য পরিষেবা পাওয়া অনেকটা সহজ হবে।পানপাড়ার বাসিন্দা তথা বাবু লাল মার্ডি বলেন,এক বছর আগে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা গ্রামে জায়গা দেখে যান।এখন শুনছি সেই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি অন্য এলাকায় গড়া হচ্ছে।বিক্ষোভকারী শ্যামলাল সোরেন বলেন,আমাদের দাবি না মানা হলে গণস্বাক্ষর করে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন করব।গ্রামের বধূ তালু সোরেন জানিয়েছেন,পানপাড়ায় শতাধিক পরিবার।সকলেই দিনমজুরী করে সংসার চালায়।গাড়ি ভাড়া করে দূরে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নেওয়া দুষ্কর হয়ে পড়বে।