আগামীকাল রবিবার থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু হচ্ছে হজযাত্রা।
মালদা ২০ মে: নিজস্ব সংবাদদাতা : উত্তর মালদার সমস্ত হজযাত্রীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।এদিন মালতিপুর ব্লকের কমিউনিটি হলে ওই সভার আয়োজন করা হয়।জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে সভায় হাজির হন উত্তর মালদার প্রায় ১৪০০ জন হজযাত্রী।কর্মসূচিতে রহিম বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সংখ্যালঘুর সেলের সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা।প্রত্যেককে একটি করে পোশাক বহনকারী বড়ো ব্যাগ উপহার দেওয়া হয় নেতৃত্বের তরফে।