বারবিশায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ শিবির।
বারবিশা, ২২ মে: উজ্জ্বল অধিকারী: সোমবার কুমারগ্রাম ব্লকের বারবিশা হাই স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ শিবির করা হল। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির ব্যবস্থাপনায় ওই শিবিরটি করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার, বঙ্গরত্ন পরিমল দে, প্রমোদ নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিভিন্ন এলাকা থেকে আগত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের তাঁদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এদিনের শিবিরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নাম নথিভুক্ত করা হয়েছে। আগামীদিনে তাঁদেরকে সহযোগিতা করা হবে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার দিনও বারবিশা হাই স্কুল মাঠে ওই শিবির অনুষ্ঠিত হবে।