প্রথমবারেই বাজিমাত ভুটানীরঘাট গার্লস হাইস্কুলের
আবিদ হোসেন, ফালাকাটা:- উচ্চমাধ্যমিকে উন্নীত হওয়ার পর চলতি শিক্ষাবর্ষে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে বিদ্যালয়ের ছাত্রীরা।আর প্রথম বারেই নজরকাড়া ফল করে তাক লাগিয়ে দিলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ভুটানীরঘাট গার্লস হাইস্কুল (উঃমাঃ)। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুটানীরঘাট গার্লস হাইস্কুল (উঃমাঃ) থেকে মোট ৩৭জন ছাত্রী অংশগ্রহণ করে। তাঁর মধ্যে ৩৭জনই পাশ করে নজির সৃষ্টি করলো। তাঁদের মধ্যে মোট ১২ জন স্টার , ১৪জন প্রথম স্থান এবং ১১জন দ্বিতীয় স্থান অর্জন করে বলে বিদ্যালয় সূত্রে খবর। সর্বোচ্চ ৪৬৬ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে দিপীকা সরকার।বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যে খুশি বিদ্যালয়ের অভিভাবক, অভিভাবিকা, শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষাকর্মী।