রাজ্যে তৃতীয় স্থান পিয়ালীকে সংবর্ধনা জ্ঞাপন NBSTC ও DPSC চেয়ারম্যানের
দেবাশীষ রায়, আলিপুরদুয়ার:- উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় পিয়ালী দাস কে সংবর্ধনা জ্ঞাপন করলেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও ডি পি এস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ব্রজের কুঠি এলাকায় তার বাড়ি। কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল থেকে এবার সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে পিয়ালী । আর সেই সুবাদেই বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ পিয়ালীকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন পার্থ প্রতিম রায় এবং পরিতোষ বর্মন । আগামী দিনে দারিদ্রতা উচ্চ শিক্ষা থেকে আটকাতে পারবেনা পিয়ালী কে । রাজ্য সরকার রয়েছে তাছাড়া প্রশাসনিক কর্তারা রয়েছেন পড়াশোনার সহযোগিতা করার জন্য । ব্রজের কুটিতে পিয়ালীর বাড়িতে দাঁড়িয়ে এমনটাই বলে গেলেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।