বীরেন কুন্ডুর ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিনামূল্য চিকিৎসা
রাহুল দেব বর্মন , কোচবিহার : বীরেন কুন্ডু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বীরেন কুন্ডুর ৭৩ তম জন্মদিন উপলক্ষে রেডক্রস ভবনে স্বেচ্ছায় রক্তদান এবং এর পাশাপাশি সুগার টেস্ট, ইসিজি, এসব চিকিৎসা চলছে বিনামূল্যে। এদিন সংগঠনের প্রসেনজিৎ কর জানান বীরেন কুন্ডু প্রয়াত যাওয়ার পর প্রতিবছরই আমরা এরকম কিছু কাজ করে থাকি তার জন্মদিন উপলক্ষে আমরা চাইছি বীরেন কুন্ডুর জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই যেন আমরা আরও ভালো এবং বড় করে কিছু করতে পারি সাধারণ মানুষের জন্য তিনি অত্যন্ত প্রিয় এবং ভালো মানুষ ছিলেন তিনি যেমন বেঁচে থাকাকালীন মানুষের পাশে দাঁড়াতেন সেরকম ভাবেই আমরা চাইছি উনার মত করে মানুষের পাশে থাকতে মানুষের দুঃখে মানুষের কষ্টে পাশে থাকতে। প্রতিনিয়তই আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকার। তিনি আরো বলেন এই সংগঠন যেন আরো এগিয়ে যায় সেই প্রচেষ্টাই করব।