তৃণমূলে যোগদান ৬০ টি পরিবারের
রাহুল দেব বর্মন , কোচবিহার : দিনহাটা মহকুমার সিতাই বিধানসভায় যোগদান অব্যাহত। বিভিন্ন দল ছেড়ে ৬০ টি পরিবার তৃণমূলে যোগদান। শনিবার বিকেলে এক সভার মাধ্যমে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দিনহাটার এক নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় প্রায় ৬০ টি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুধাংশু চন্দ্র রায়, অঞ্চল সভাপতি আনারুল হক বাবু, প্রধান প্রধান মুক্তা রায় বর্মন, সিতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু রায় প্রামানিক,অঞ্চল চেয়ারম্যান, শান্তি রঞ্জন সরকার।এদিনের এই যোগদানের সভায় সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য রাখতে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হন তিনি