পশ্চিম ভোগরামগুড়ি এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে খোঁজখবর নিলেন ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: অরুনাচল প্রদেশে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে খোঁজখবর নিলেন ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভোগরামগুড়ি এলাকায়। উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকার ৪ জন শ্রমিক এবং তাদের পাশ্ববর্তী মেখলিগঞ্জ বিধানসভার বেশ কিছু শ্রমিক অরুনাচল প্রদেশে প্রায় ৪ মাস আগে কাজ করতে যায়। এক সপ্তাহ পর থেকেই তাদের উপর অমানবিক নির্যাতন করত ঠিকাদার বলে অভিযোগ। মারধর সহ বিভিন্নভাবে নির্যাতন করে বলে অভিযোগ। এমনকি খাবারও ঠিক মতো দেয়নি এবং সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কাজ করে নিতো। কাজ না করলে শ্রমিকদের জুটত মারধর। আগেই সঙ্গে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়েছে ঠিকাদারের লোকজন। এমতাবস্থায় কোনোক্রমে বাড়ির সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনার বিস্তারিত বলে। খবর শুনে চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসে সাংসদ জয়ন্ত রায় থেকে তৃণমূল যুব কংগ্রেস নেতা শ্যামল বর্মন। শনিবার বাড়িতে পৌঁছান পশ্চিম ভোগরামগুড়ি এলাকার ৪ জন পরিযায়ী শ্রমিক। এদিন সাংসদ জয়ন্ত রায় জানান, বাংলায় কর্মসংস্থান নেই। তাই বাংলার শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে বিপদে পড়েছে। অন্যদিকে এদিন বিকেলে ওই শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে পাশে থাকার বার্তা দিলেন ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন। তিনি বলেন, অরুনাচল প্রদেশ বিজেপি শাসিত রাজ্য। তাই শ্রমিকদের উপর এরকম বর্বর নির্যাতন নেমে আসে।