মেধাবী ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল পুলিশ
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: রবিবার দুপুরে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিগ্রাম হাই স্কুল এবং ইচ্ছাগঞ্জ শুকুরচাদ হাই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে মেধাবী ৪ ছাত্রীকে সংবর্ধনা প্রদান করে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। পানিগ্রাম হাই স্কুলের ছাত্রী ভূমিকা বর্মন মাধ্যমিক পরিক্ষায় ৫৬৫ এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষায় মামুনি খাতুন ৪৫৯ নম্বর পেয়ে বিদ্যালয়ের Topper হয়েছে। পাশাপাশি ইচ্ছাগঞ্জ শুকুরচাদ হাই স্কুলের ছাত্রী বর্ণালী রায় কার্জী মাধ্যমিক পরিক্ষায় ৬১৭ এবং কোয়েল ডাকুয়া ৪২২ নম্বর পেয়ে বিদ্যালয়ের Topper হয়েছে। নয়ারহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসরাফ আলম জানান, ৪ জন মেধাবী ছাত্রীকে পুষ্পস্তবক এবং অভিজ্ঞান পত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়েছে। নয়ারহাট এলাকায় পুলিশের পক্ষ থেকে এই প্রথম এমন উদ্যোগ নেওয়ায় পুলিশের ভূমিকায় সাধুবাদ জানান নয়ারহাট শিক্ষানুরাগী গন।