স্বেচ্ছা রক্তদান শিবির ও কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা প্রদান
ফালাকাটা : বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার পরিচালনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির ও কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান।রবিবার সংগঠনের ফালাকাটা ২ নং মণ্ডলের তরফে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও কৃতী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান।এদিনের রক্তদান শিবিরে বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট একশত ইউনিট রক্ত সংগৃহীত হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্লকের ময়রাডাঙ্গা, সালকুমার ও দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।বর্তমানে রক্তসঙ্কট মোচনে সংগঠনের এমন উদ্যোগ বলে জানান বিজেপির ২ নং মণ্ডলের সভাপতি রঞ্জন বর্মন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধানসভার বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন,বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক, ২ নং যুব মোর্চার সভাপতি অমিত কুমার রায় , ফালাকাটা বিধানসভার সংযোজক জয় সূত্রধর সহ প্রমূখ।