মেধা স্মারক সম্মান প্রদান ও অঙ্কন প্রতিযোগিতা ঘোকসাডাঙ্গায়
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,১১ জুন:– “শিক্ষা আনে চেতনা , চেতনা আনে বিপ্লব” এই স্লোগানকে সামনে রেখে মাথাভাঙ্গা ২ ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মেধা সম্পন্ন ছাত্র/ ছাত্রীদের বিগত কয়েক বছর ধরে মেধা সম্মান দিয়ে চলেছেন উনিশ বিশা প্রটেকশন অফ নেচার এন্ড এনভায়রমেন্ট (পেন) সংস্থা। সেই মত রবি বার পেন এর পরিচালনায় তেজেন্দ্র নন্দী মেধা স্মারক সম্মান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ঘোকসাডঙ্গা হিমঘর এর হল ঘরে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মন, মাথাভাঙ্গা মহকুমা সহ কৃষি অধিকর্তা ডঃ আবুবক্কর সিদ্দিকী, ঘোকসাডাঙ্গা প্রামানিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পবিত্র কুমার সাহা, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলান চক্রবর্তী, আঙ্গার কাটা পরোডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গ। এদিন প্রথমে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, ৩ টি ইভেন্টে মোট ১৫৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করে বলে জানা যায়। এর পর ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলির সর্বোচ্চ নম্বর প্রাপক ৪০ জন ছাত্র/ছাত্রীর হাতে স্মারক সম্মান পত্র, মেডেল এবং মোমেন্টো সহ একটি করে বই প্রদান করা হয় বলে জানা যায়। এ ছাড়াও এই দিন পরিবেশ বান্ধব সন্মান স্বরূপ মফিজুল বাজিকর কে প্রায় ৭০০ সাপ ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার কারণে স্মারক সন্মান প্রদান করা হয় বলেও জানা যায়। এ বিষয়ে পেন সংস্থার সম্পাদক স্বপন কুমার রায় বলেন, আমরা প্রটেকশন অফ নেচার এন্ড এনভাওরেন্টমেন্ট (পেন) সংস্থার পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি এই মেধা স্মারক সম্মান দিয়ে চলেছি এই বছর এই অনুষ্ঠান ১১ তম বর্ষ পদার্পণ করল। এই সন্মান প্রদানের মাধ্যমে আজকের কৃতিরা ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা লাভ করে দেশ এবং জাতির মান উজ্জ্বল করুক তার অনুপ্রেরণা মাত্র। আমরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।