মেখলিগঞ্জে পকসো মামলায় নজিরবিহীন রায় দিলো আদালত
মেখলিগঞ্জ : শুক্রবার সাইবার ক্রাইম মামলায় মেখলিগঞ্জ মহকুমা আদালত একটি নজিরবিহীন রায় দিল। ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দোষী যুবককে। জানা গিয়েছে, তথ্য ও প্রযুক্তি আইনের ধারা ৬৭B এর অধীন দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে এটি প্রথম মামলা। সেই সঙ্গে উত্তরবঙ্গে সাইবার ক্রাইম মামলায় প্রথম দোষী সাব্যস্ত হয়েছে ওই যুবক। ঘুমের ঔষধ খাইয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। শুধু জোরপূর্বক ধর্ষণই নয়; অশ্লীল ও নগ্ন ছবি তুলে সেই ছবি দিয়ে ওই যুবক দিনের পর দিন ব্ল্যাকমেইল করেছে মেয়েটিকে। একসময় মেয়েটির অন্যত্র বিয়ে স্থির হয়। কিন্তু সেই হবু পাত্রের কাছে মেয়েটির আপত্তিজনক ছবিও পাঠিয়ে দেয় যুবকটি। ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে পোস্টও করে সেইসব অশ্লীল ছবি।যার জেরে ভেঙে যায় বিয়ে। বিয়ে ভেঙে গেলে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা মেয়েটি। কিন্তু তার মা দেখে ফেলায় মৃত্যুমুখ থেকে ফিরে আসে মেয়েটি। সূত্রের খবর, ২০২১ সালের নভেম্বর মাসে মেয়ের বিচারের দাবিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা।ফরেনসিক রিপোর্ট অনুসারে প্রমাণিত হয়েছে, ওই যুবক দোষী। ওই যুবকের মোবাইল থেকেই সেই অশ্লীল ছবিগুলো সবখানে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে আদালত। আজ শুক্রবার সাজা ঘোষণা করল মেখলিগঞ্জ মহকুমা আদালত। সাইবার ক্রাইম মামলায় উত্তরবঙ্গে এই প্রথম বড়ো সাফল্য মিলল বলে সরকারপক্ষের আইনজীবী জানিয়েছেন। ফরেন্সিক পরীক্ষায় অপরাধ প্রমাণিত হয়েছে। আইপিসি ৫০৬, ৩৮৫, সেকশন ৬ পক্সো অ্যাক্ট ও সবচেয়ে গুরত্বপূর্ণ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট-এর ৬৬ E, ৬৭, ৬৭B-তে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই যুবককে। শুক্রবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে দোষী সাব্যস্ত যুবকের সাজা ঘোষণা হয়েছে। ২০ বছরের সশ্রম কারাদণ্ড-এর নির্দেশ দেন বিচারক।