উছলপুকুরিতে বেহাল কালভার্ট সংস্কারের দাবি
বিজয় চন্দ্র বর্মন, জামালদহ,২৬ জুনঃ হবে হবে করে আর একবার ভোট এসে গেলো, অথচ আজও অপূরন থেকে গেলো পাকা সেতুর দাবি। প্রতি ভোটের আগে সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেও, কেউ কথা রাখেনি। আর এতেই হতাশা আর নিরাশায় দিন গুনছে এলাকাবাসী। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির গ্রাম পঞ্চায়েতের ঘুঘুরি মেলা থেকে পারেয়ার হাট পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে এলাকাবাসী। এই রাস্তার একটি কালভার্ট জলের তোড়ে ভেঙ্গে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙ্গে পড়া কালভার্টের ওপর এতদিন বাঁশের সাঁকো তৈরি করে নানা পারাপার চললেও গত বর্ষায় সেটি ভেঙ্গে জলের তোড়ে ভেসে গিয়েছে। বর্তমানে নালার জল পেড়িয়ে পারাপার করতে হচ্ছে। আর এতেই চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। নিত্য দিন জলকাদা পেরিয়েই চলতে বাধ্য হচ্ছে বাসিন্দারা। এলাকার প্রায় ৩০০ টি পরিবার এই রাস্তা দিয়েই স্কুল, ব্যাংক, হাট বাজার, পোস্ট অফিসে আসে। ছাত্রছাত্রীদের স্কুলে পাঠিয়ে দুঃচিন্তায় থাকে অভিভাবকরা, এমনটাই সমস্যার কথা জানিয়েছেন বাসিন্দারা। সোমবার ভোট প্রচারে বেড়িয়ে সেই ভাঙ্গা কালভার্টের ওপর বিক্ষোভ প্রদর্শন করলেন সিপিআইএম। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন এবারের পঞ্চায়েত ভোটে সেই এলাকায় সিপিআইএম প্রার্থী লক্ষ্মন দাস। সেই স্থানে দ্রুত পাকা সেতু তৈরির দাবি জানান তিনি। জনগনের ভোটে জয়লাভ করলে তিনি এই রাস্তা সংস্কার ও পাকা সেতু তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে তারা এই যন্ত্রনা ভোগ করে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে এনেও কাজের কাজ কিছু হয়নি। প্রতি ভোটের সময় আশ্বাস মিললেও আজও সেখানে সেতু তৈরি হয়নি। আর এতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।এবিষয়ে উছলপুকুরির তৃনমূল কংগ্রেসের নেতা তথা বিদায়ী প্রধান কালিমন বর্মন জানান, সেখানকার ভাঙ্গা কালভার্ট পরিদর্শন করেছেন বিডিও এবং বিধায়ক। সেখানে পাকা সেতু তৈরির প্রক্রিয়া চলছে। ভোটের জন্য কাজ শুরু করা যায়নি। তবে সেখানে অবশ্যই সেতু তৈরি করা হবে।