ক্লাব ঘর তৈরি নিয়ে উত্তেজনা
মাটিগাড়া : এবার দেখা গেলো ড্রেন দখল ঘিরে ক্লাব ঘর তৈরি নিয়ে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া ব্লকের আঠারো খাই অঞ্চলের চৈতন্যপুর এলাকায় । গ্রামবাসীরা প্রথমে সকলে মিলে মাটিগাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । তাদের দাবি, তারা কোনোভাবেই ড্রেনের উপর ক্লাব ঘর নির্মাণ করতে দেবেন না। ড্রেন দখল করে ক্লাব ঘর নির্মাণ কি করে সম্ভব সে বিষয়ে তারা প্রশ্ন তোলেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে যান মাটিগাড়া থানার পুলিশ। তৈরি হয় উত্তেজনা।