অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা, বন্ধ হল বিদ্যালয়ের পঠন-পাঠন

ক্ষীরোদা রায়, ফালাকাটাঃ ফালাকাটার ময়রাডাঙ্গার পাঁচ মাইলে পঞ্চায়েত ভোট উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত সত্ত্বেও পঠনপাঠন বন্ধ রাখতে হল ময়রাডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। মাঠ ভর্তি গাড়ি থাকায় ছাত্রছাত্রীরা উপস্থিত থাকল না পারঙ্গেরপার জুনিয়র বেসিক স্কুলে। অভিষেকের সভাস্থলের মাইকের আওয়াজের মাঝে ময়রাডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চলল ভোকেশনাল কোর্সের লিখিত পরীক্ষা।শনিবার দিন ফালাকাটার ময়রাডাঙ্গা অঞ্চলের পাঁচ মাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে বিদ্যালয় বন্ধ রাখার আগাম কোন নির্দেশ প্রশাসন থেকে না জানানোয় বন্ধ রাখতে হল পঠনপাঠন, নষ্ট হল কর্মদিবস।যে রাজ্যে বিরোধীরা বনধ ডাকলে বাধ্যতামূলক অফিস, কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হয় সেখানে তৃণমূলের যুবরাজের সভার কারণে নষ্ট হল কর্ম দিবস। ফালাকাটার পাঁচ মাইলে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লক থেকে শয়ে শয়ে সমর্থক এসে জড়ো হন সভায়। তাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা হয় উত্তর পারঙ্গেরপার জুনিয়র বেসিক স্কুলের মাঠে। অপরদিকে সভার জন্য আসা নিরাপত্তাকর্মীদের গাড়ি গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। নিরাপত্তাকর্মীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠ ব্যবহার করেন। এই দুটি বিদ্যালয় বন্ধ রাখার জন্য প্রশাসন ও রাজনৈতিক দল থেকে আগাম কোন আবেদন জানানো হয়নি বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার দিন কোন ছুটি ছিল না, অন্যান্য কর্মদিবসের মত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা যথা সময়ে বিদ্যালয়ে এসে দেখেন পুলিশকর্মীদের ভিড়‌‌। এমনকি শ্রেণীকক্ষের ভেতর ঢুকে পড়ে পুলিশকর্মীরা। এই স্কুলেই চলছিল ভোকেশনাল কোর্সের পরীক্ষা। সভার মাইকের আওয়াজ পরীক্ষার্থীদের কিছুটা সমস্যা করেছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসায় একপ্রকার বাধ্য হয়েই রোল কল করে ছেড়ে দিতে হয়েছে।গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাল দেবনাথ বলেন, পুলিশকর্মীদের জন্য যে মাঠ ও শ্রেণীকক্ষ ব্যবহার করা হবে তা প্রশাসন থেকে জানানো হয়নি। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আসে, রোল কলের পর বাধ্য হয়েই ছাত্রছাত্রীদের ছুটি দেতে হয়। চলছিল ভোকেশনাল কোর্সের পরীক্ষা। সভার মাইকের আওয়াজে পরীক্ষার্থীদের সমস্যা হয়। সাতপুকুরিয়া উত্তর পারঙ্গেরপার জুনিয়র বেসিক স্কুলের টিচার ইনচার্জ ভাস্কর দুবে বলেন, আমাদের বিদ্যালয়ের মাঠে দলীয় সমর্থকদের গাড়ি পার্কিং করা হয়। আমাদের কাছে আগে থেকে কেউ এই বিষয়ে জানায়নি। যদিও আজ ছাত্রছাত্রীরা কেউ আসেনি, তাই পঠনপাঠন হয়নি। এই বিষয়ে জানতে চাওয়া হলে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, বিদ্যালয় ব্যবহারের অনুমতি ডিআই দেন, সেখানে যোগাযোগ করতে। দুটি বিদ্যালয় সূত্রে জানা গেছে, সভার জন্য বিদ্যালয় ব্যবহারের প্রয়োজন হলে আয়োজকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন এবং সেই আবেদনপত্র জেলার বিদ্যালয় পরিদর্শক করণের কাছে অনুমতির জন্য পাঠানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সভার আয়োজকেরা কোন আবেদন জানায়নি‌।এই বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, বিরোধীরা বনধ ডাকলে কর্মদিবস নষ্ট হয়, তৃণমূলের কাছে কর্মদিবস নেই, এদের কর্মসংস্কৃতি নেই।শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এটা নমুনা, এটা দূর্ভাগ্যজনক। ব্লক ও জেলা প্রশাসনের দেখা উচিত ছিল। বিদ্যালয় পরিচালন সমিতির উচিত ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *