ডুবে মৃত্যু হল এক ব্যক্তির
মাটিগাড়া : মাটিগাড়ার বালাসন নদীতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য এলাকায় , ঘটনারস্থলে মাটিগাড়া থানার পুলিশ।জানা যায় মাটিগাড়া থানার অন্তর্গত লেলিন কলোনির পাশে বালাসন নদীতে ভেলা বানিয়ে নদীতে বাঁধ দেওয়ার কাজ করছিল তিনজন শ্রমিক । মাঝ নদীতে পায়ে রশি ফেঁসে নদীতে উল্টে যায় এক শ্রমিক। সহকর্মীরাতে উদ্ধার করার চেষ্টা করলেও উদ্ধার করতে সক্ষম হয়নি। কুড়ি মিনিট পর ওই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম ফজিউল করিম , ময়নাগুড়ির বাওকালির বাসিন্দা, পরিযায়ী শ্রমিকের কাজ করতে মাটিগাড়া এসেছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত নেমেছে, মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় ।