বন্দেভারত ট্রেনের আদলে এবারে পুরাতন মালদার কোর্ট স্টেশনে চালু হল বন্দে ভারত কোচ রেস্টুরেন্ট।
পুরাতন মালদা, ০৪ জুলাই:- বন্দেভারত ট্রেনের আদলে এবারে পুরাতন মালদার কোর্ট স্টেশনে চালু হল বন্দে ভারত কোচ রেস্টুরেন্ট। আমিষ ও নিরামিষ খাবারের সমভার নিয়ে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিসিএম মিস্টার প্রশান্ত কুমার পি, এছাড়াও ছিলেন পুরাতন মালদা কোট স্টেশনের ম্যানেজার প্রদীপ কুমার রায় সহ অন্যান্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা। তবে সপ্তাহের প্রতিদিন এই রেস্টুরেন্ট খোলা থাকবে। এই রেস্টুরেন্টের স্পেশাল নিরামিষ থালি ও মটন হান্ডি। শীততাপ নিয়ন্ত্রিত এই মনোরম রেস্টুরেন্টে রেল যাত্রী ও স্থানীয়রা খাবার খেয়ে উপভোগ করতে পারবে।