ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছে পোকামাকড়! সাবধানে থাকার বার্তা

ময়নাগুড়ি : সমগ্র ডুয়ার্স জুড়ে চলছে ভারী বৃষ্টি। এমনকি পাহাড়ি বৃষ্টির ফলে বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠেছে। আর এতেই তৈরি হয়েছে সমস্যা। গ্রামীণ ও শহর প্রতিটি জায়গায় জমছে জল। বাড়ি বাড়িও জল উঠতে দেখা যায়। যার ফলে শুকনো জায়গায় থাকা বিভিন্ন পোকামাকড়, সাপ, সহ বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণী আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। আর এর ফলে দেখা যায় বিভিন্ন বাড়ির উপরে, বিছানায়, দোকান ঘরে, সিলিংয়ে উঠে থাকে এই পোকামাকড়। বিশেষ করে বিষধর কিছু হলেই ডেকে আনতে পারে মৃত্যু। তাই সকলকেই সচেতন থাকার বার্তা দিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের কর্তারা। এমনকি এই ধরনের কোনো ঘটনা ঘটলে দ্রুত বন দফতর কিংবা স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করার বার্তা দেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *