বোলেরো গাড়ি ও টোটোর সংঘর্ষ গুরুতর জখম ২
ময়নাগুড়ি, ১৫ জুলাই : টোটো করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটলো দুর্ঘটনা। ঘটনায় টোটোতে থাকা দুই যাত্রী গুরুতর জখম। জানা যায়, দুই যাত্রীর নাম প্রমীলা রায়(৪৮), মালতি(৬৫)। তাদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের দমোহনী এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা যায়,শনিবার সাড়ে এগারোটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের বুড়াবুড়ির থান এলাকায় এক ছোট শিশুকে বাঁচাতে গিয়ে একটি বোলেরো গাড়ি ও টোটোর সংঘর্ষ হয়। যার জেরে গুরুতর জখম হল ২ জন। টোটো চালকের আঘাত সামান্য হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। আহত দুজনকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে এসেছে।