গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু
ময়নাগুড়ি,১৫ জুলাই : শনিবার সকালে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি জুড়ে। জানা যায় মৃত ওই মহিলার নাম শেফালী রায়। বয়স আনুমানিক ২৬ বছর। পরিবার সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে ধুপগুড়ির ময়নাতলী এলাকার এক যুবকের সাথে বিয়ে হয় শেফালী রায়ের। কিন্তু বিয়ের পর স্বামী অসুস্থ হয়ে পড়ায় গত মাস দুয়েক আগে বাপের বাড়ি অর্থাৎ দক্ষিণ মৌয়ামারি এলাকায় চলে আসেন সেই মহিলা। সেখানে বৃদ্ধ বাবা ও ওই মহিলা থাকতেন। শনিবার সকাল নাগাদ বৃদ্ধ বাবা বাজারের উদ্দেশ্যে গেলে সেই মহিলা নিজের শোবার ঘরেই গলায় ওড়না পেচিয়ে ফাস লাগিয়ে আত্মঘাতী হয়। ঘটনার কিছুক্ষণ পর তার বাবা বাড়ি ফিরে এলে এই ঘটনা জানতে পারেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানিয়েছেন এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে। এদিকে এই ধরনের ঘটনায় মানসিক অবসাদের জেল বলেই দাবি পরিবারের। এই বিষয়ে মৃত মহিলার জামাইবাবু কমল রায় বলেন, মানসিক অবসাদের জন্যই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমার মনে হয়। বাড়িতে আমার শ্বশুর ও শালী দুজনেই থাকতেন। অন্য বিষয়ে কোনো রকম অশান্তি ছিলনা পরিবারে।”