গাজোলে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
মালদা ,১৭ জুলাই : গাজোল ব্লকের গাজোল বয়েজ হাই স্কুলে ডিসিআরসি করা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে। গত ১১ জুলাই পঞ্চায়েত ভোট গণনার ফল প্রকাশ হওয়ার পরেও গাজোল বয়েস স্কুলে এখনো পর্যন্ত শুরু হয়নি সঠিকভাবে পঠন-পাঠন। কারণ, স্কুলের পরিকাঠামো বেহাল হয়ে রয়েছে। পড়ুয়ারা স্কুলে আসলেও ক্লাস রুম বন্ধ থাকার কারণে ঢুকতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি অধিকাংশ স্কুলের আসবাবসামগ্রী বেহাল অবস্থায় রয়েছে। সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে এবং এই ভাবে বহু সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ করেছে ছাত্ররা। এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই ওই স্কুলের সামনে শতাধিক ছাত্ররা বিক্ষোভ দেখান। দ্রুত স্কুলের পরিকাঠামো ঠিক করা এবং পঠন-পাঠন ব্যবস্থা চালু করার দাবিও জানানো হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের অভিযোগ , ঠিকমত ক্লাসে ঢুকতে পারছে না তারা ।এব্যাপারে গাজোল ব্লকের বিডিও কেও স্কুলের নানান সমস্যার কথা জানিয়েছেন পড়ুয়ারা। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।