সোনা জয়ী শ্রেয়া বসাককে সংবর্ধনা শিলিগুড়িতে
শুভ্রজিৎ লাহা ,শিলিগুড়ি : এশিয়ান তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী শ্রেয়া বসাককে সংবর্ধনা দিল নিউ বালক সংঘ।মঙ্গলবার শিলিগুড়িতে ফুলের তোড়া ও বিভিন্ন উপহার দিয়ে সোনা জয়ী শ্রেয়াকে সংবর্ধনা জানায় নিউ বালক সংঘের কর্মকর্তারা।জানা গিয়েছে,শ্রেয়ার বসাকের বাড়ি শিলিগুড়ির রবীন্দ্র নগর এলাকায়।পড়াশোনার সূত্রে কলকাতায় থাকেন।মাঝে অনেকটা সময় পড়াশুনার জন্য অনুশীলন করতে পারেননি।শেষ ছমাস অনুশীলন করে তাইওয়ান এবং ভিয়েতনামের প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন শ্রেয়া।তার এই সাফল্যে গর্ব করেছে শিলিগুড়ি বাসি।মঙ্গলবার শিলিগুড়িতে নিউ বালক সংঘের তরফে সোনাজয়ী শ্রেয়াকে সংবর্ধনা দেওয়া হয়।ক্লাবের সম্পাদক শীল বাবু বলেন, শ্রেয়া আমাদের গর্ব তথা গোটা উত্তরবঙ্গের গর্ব।দেশকে সোনা জিতিয়ে এনে দিয়েছে।ওর সাফল্য কামনা করছি।