শীতলকুচির মহিষমুড়ি সংলগ্ন ধরলা নদীর বেআইনি বালি পাচার রুখতে অভিযান চালিয়ে আটক দুটি পিকআপ ভ্যান
নিজস্ব সংবাদদাতা:শীতলকুচি ;১৯শে জুলাই
বুধবার বেলা বারোটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চলের অন্তর্গত মহিষমুড়ি সংলগ্ন ধরলা নদীতে, দীর্ঘদিন ধরে কিছু বালু মাফিয়া ধরলা নদী থেকে বেআইনিভাবে বালু চুরি করছে , ফলে একদিকে যেমন নদীর ক্ষতি হচ্ছে অপরদিকে সরকারি সম্প্রতি নষ্ট হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বুধবার বেলা বারোটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশেষ অভিযান চালায় শীতলকুচির বি এল আর ও ও শীতলকুচি পুলিশ প্রশাসন ,অভিযান চালিয়ে যে দুটি পিকআপ ভ্যান আটক করা হয়েছিল সে দুটিকে স্পট ফাইন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং অভিযান প্রতিদিনই চলবে বলে জানালেন শীতলকুচির বিএলআরও অভিজিৎ দাস,