হিলি ব্লকের তিওড়ে পালিত হলো অরণ্য সপ্তাহ
দক্ষিণ দিনাজপুর : আজ ২০শে জুলাই। মহাসমারোহে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড়ে পালিত হল অরণ্য সপ্তাহ। দা টরেন্টো ক্যালকাটা ফাউন্ডেশন – কানাডার আর্থিক সহায়তায় এবং মালদা সহযোগিতা সমিতির ব্যবস্থাপনায় ও উজ্জীবন সোসাইটির সহযোগিতায় তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহের শেষ দিনে শুরু হল সারা মাসব্যাপী আম ও কাঁঠাল গাছের চারা বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বেশী করে “ফলের গাছ” লাগানো, মানুষের পুষ্টির সাথে পাখী-পশুদের খাবারের জোগান দেওয়া, জীব-বৈচিত্র্যের ভারসাম্য ফিরিয়ে আনা ৷ আগামী একমাস জুড়ে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় মোট দশ হাজার আম ও কাঁঠাল গাছের চারা রোপন করার জন্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা হীরা ঘোষ। উপস্থিত অতিথিবৃন্দদেরকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। আজকের এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষিকা মৌমিতা সরকার, বিশ্বজিৎ বোস সম্পাদক মালদা সহযোগিতা সমিতি মন্দিরা রায়, বিশ্বনাথ লাহা সহ আরো অনেকে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন মন্দিরা রায়, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস, বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, সুলেখা চক্রবর্তী প্রধান শিক্ষিকা তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয় বিশ্বজিৎ বোস সম্পাদক, মালদা সহযোগিতা সমিতি, স্বপ্না সাহা সদস্য দক্ষিণ দিনাজপুর শিশু সুরক্ষা কমিটি, অজিত সরকার সহ আরো অনেকে।