দীর্ঘদিন ধরে কোন সুবিচার না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন রোগীর পরিবার
ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন রাজগঞ্জের মালিভিটার বাসিন্দা আলীয়ার রহমান। তিনি বলেন এক বছর আগে জুলাই মাসে তার একটি কন্যা সন্তান ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে। জন্মবার সময় থেকেই তার শিশু কন্যার কানের লতি এবং বাইরের ফুটো নেই। এরপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয় ওই হাসপাতালেই। সেই সময় তার কন্যা সন্তানের শ্বাসকষ্ট হয়। পরীক্ষা-নিরীক্ষা করানোর পর ডাক্তারবাবুরা তাকে জানান তার কন্যা সন্তানের হার্টে ফুটো রয়েছে। কয়েক দিন হাসপাতালে থাকার পর আর্থিক কারণে তার স্ত্রী কন্যা সন্তানকে নিয়ে তিনি বাড়ি চলে আসেন। বাড়িতে তার কন্যা সন্তান আবার অসুস্থ হয়ে পড়লে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবুরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন তার কন্যা সন্তানের হার্টে কোন ফুটো নেই। বিষয়টি নিয়ে তিনি ফুলবাড়ী ওই বেসরকারি হাসপাতালে কথা বলতে যান কিন্তু তাকে কোনরকম পাত্তা দেওয়া হয়নি বলে তিনি জানান। এরপর গত ২৪ শে জুলাই নিউ জলপাইগুড়ি থানায় তিনি এফ আই আর করেন। তারপরেও কোন সুরাহা না হলে তিনি জলপাইগুড়ি পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে জানান। এই ঘটনার প্রায় এক বছর হতে চললেও কোন সুবিচার না পেয়ে তিনি এদিন আদালতে দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার আলিয়ার রহমানের আবেদনের ভিত্তিতে জলপাইগুড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধির ৩৩৭৪০২ ৪০৬ ৫০৬ এবং ৩৪ ধারায় একটি মামলা রুজু করে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।