ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে নিখোঁজ জামালদহের যুবক
নিখোঁজের চার দিন পরে তার কোনও হদিশ না মেলায় চিন্তায় যুবকের পরিবার। গত আড়াই মাস আগে অন্ধ্রপ্রদেশে শ্রমিকের কাজ করতে যান কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নং খারিজা গোপাল পুর ম্যাঘের বাড়ি এলাকার যুবক রতন বর্মন। কিন্তু গত সোমবার থেকে তার সাথে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন যুবকের পরিবার। ওই যুবকের সহকর্মিদের সাথে যোগাযোগ করা হলে তারাও কোনও সন্ধান দিতে পারেননি বলে জানা যায়। এদিকে নিখোঁজের চার দিন পরেও তার কোনও হদিশ না মেলায় মেখলিগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের স্ত্রী। কিন্তু পুলিশ আগে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেয় বলে জানান যুবকের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় দিশোহারা পরিবার। নিখোঁজ যুবকের বাড়িতে স্ত্রী, বৃদ্ধা মা সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের সূরপেট জেলার পেদেমা গুড়ি এলাকাতে বিল্ডিং কনস্ট্রাকশনে শ্রমিকের কাজ করতেন ওই যুবক। যুবকের খোঁজে অন্ধ্রপ্রদেশ পুলিশের দ্বারস্থ হতে খুব শিঘ্রই অন্ধ্রপ্রদেশে যাবেন যুবকের পরিবার।