ভোট গণনায় কারচুপির অভিযোগ, কুমারগ্রাম বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

দেবাশীষ রায়, কুমারগ্রাম, ২১ জুলাইঃ পঞ্চায়েত ভোট গণনায় ব্যাপক কারচুপি করা হয়েছে – এই অভিযোগ তুলে মাঠে নামল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শুক্রবার বিজেপির পক্ষ থেকে কুমারগ্রাম বিডিও অফিস ঘেরাও কর্মসূচি করা হয়। অশান্তি মোকাবিলায় সকাল থেকেই বিডিও অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। দুপুর নাগাদ বিজেপি কর্মী-সমর্থকরা পাগলারহাট কালী মন্দির থেকে মিছিল করে বিডিও অফিসে আসেন। বিডিও অফিসের গেটের সামনে বিজেপির কর্মী-সমর্থকদের পুলিশ আটকে দেয়। সেখানে বসেই বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো, অপর জেলা সম্পাদক বিপ্লব দাস, দলের কুমারগ্রাম-৩ নম্বর মণ্ডল সভাপতি বিজয় বড়ুয়া, কুমারগ্রাম-৬ নম্বর মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যান্য নেতা-কর্মীরা। বিজেপির জেলা সম্পাদক সুনীল মাহাতো বলেন, ‘ভোট গণনায় বিডিও ব্যাপক কারচুপি করেছেন। যেসব আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিল, সেসব আসনে বারবার গণনার নামে কারচুপি করে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কুমারগ্রামের বিডিও’র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। আশা করছি, হাইকোর্ট উনাকে তলব করবেন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলব।’ বিজেপির অপর জেলা সম্পাদক বিপ্লব দাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২০২৮ সালে এই বিডিও যেখানেই থাকুন না কেন, আমরা উনাকে কুমারগ্রামের বিডিও করে এখানে নিয়ে আসব। কুমারগ্রামের জল আবার উনাকে খাইয়ে ছাড়ব। সেটা আর্সেনিকমুক্ত জল হোক আর আর্সেনিকযুক্ত জল হোক। এটা কথা দিচ্ছি।’ জানা গিয়েছে, এদিন ৫টি দাবিতে বিডিও-কে ডেপুটেশন দেন বিজেপি নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *