ভোটের পর থেকেই কালিয়াচকে ঘর ছাড়া কংগ্রেস প্রার্থী
ভোটের পর থেকেই কালিয়াচকে ঘর ছাড়া কংগ্রেস প্রার্থী
ভোটের পর থেকেই ঘর ছাড়া কংগ্রেস প্রার্থী। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস প্রার্থীর দিকে। ঘটনাটি মালদার কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৭৪ নম্বর পঞ্চায়েত আসনের। ওই আসনে কংগ্রেসের হয়ে প্রার্থী ছিলেন রিনি খাতুন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সাবিহা ফাতেমা। অভিযোগ ৮ জুলাই ভোটের দিন সেখানে বুথ দখল ও ছাপ্পা ভোট হয়। যার জেরে ১০ জুলাই ফের ভোট হয় সেখানে। যদিও ফলাফল ঘোষণার পর সেখানে জয়ী হন তৃণমূল প্রার্থী সাবিহা ফাতেমা। অভিযোগ, এরপর থেকেই কংগ্রেস প্রার্থী রিনি খাতুন ও তার পরিবারের উপর আক্রমণ চালাতে থাকে তৃণমূল প্রার্থী ও তার দলবল। তখন থেকেই ঘরছাড়া ছিলেন রিনি খাতুন ও তার পরিবার। শুক্রবার রাতে ফের রিনি খাতুনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি তার বাড়ি থেকে কুড়ি ভরি সোনা ও টাকা পয়সা লুট করে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ ।পাশাপাশি তার বাড়িতে বোমাও রাখা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিহা ফাতেমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।