সাম্প্রতিককালে মনিপুরে ঘটে যাওয়া নারী ধর্ষণ ও নারীদের উপর বর্বরতার প্রতিবাদে সোচ্চার হলো হলদিবাড়ি নাগরিক মঞ্চ এর পক্ষ থেকে এক দল ছাত্র ছাত্রী
হলদিবাড়ি, রিপোর্টার অপু দেবনাথ :
পুরনো বাসস্ট্যান্ডের সামনে তারা নাগরিক সমাজ নামে এই কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদী গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদে সামিল হয় । বক্তব্য রাখেন কপিল বর্মন, নিরু হক । প্রতিবাদী গান ‘পাহাড় হতে ভেসে ভেসে আসে’ পরিবেশন করেন প্রদীপ রায় ও চিত্রাঙ্কর রায়। প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন নেতাজিসুভাষ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বাসুদেব রায় , আফিলা সরকার, রুবাইয়া পারভিন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন রেসমা খাতুন, স্বপ্না রায় চন্দনা রায়, বিজয়া রায়, রমা রায়, মল্লিকা রায়, অনামিতা রায়, অভিজিৎ রায় প্রমুখ।