বিধানসভার অধিবেশনে যোগ দিতে গিয়ে ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত
নিজস্ব সংবাদদাতা :ধূপগুড়ি,অকস্মাৎ এই খবরের প্রত্যাশা করেন নি কেউই। তার দলের সদস্য সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষও। ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত। সোমবার ভোর ৩টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিধানসভার বদল অধিবেশন ও স্ট্যান্ডিং কমিটির মিটিং-এ যোগ দিতে কলকাতার যান তিনি। কলকাতায় যাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ বোধ করেন তিনি। ফুসফুস ও পাঁজরের মধ্যে বাতাস জমে থাকার সমস্যা নিয়ে রবিবার তাকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। গত রবিবার তার অসুস্থতার খবর পেয়ে দলীয় বিধায়করা তাকে এস এস কে এমে ভর্তি করান। দলীয় বিধায়কের অকস্মাৎ প্রয়াণে গভীর শোক জানিয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ করা যায়, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন বিধায়ক মিতালী রায়কে হারান। প্রাক্তন সেনা কর্মী থেকে আর এস এসের সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে নামেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক পুত্র, এক কন্যা ও স্ত্রীকে। ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকের ছায়া নামে রাজনৈতিক মহলে।