ডেঙ্গির থাবা আটকাতে, উদ্যোগ গ্রহণ গঙ্গারামপুর পৌরসভার
দক্ষিণ দিনাজপুর: প্রত্যেক বছরের মতোই ডেঙ্গির থাবা বসেছে রাজ্যের বিভিন্ন জেলায়। উল্লেখ্য, স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত বছর জুলাইয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২৬। এবার জুলাই শেষের আগেই তা ২ হাজার অতিক্রম করে গিয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ২ হাজার ৬০০ পার করে গিয়েছে ইতিমধ্যেই। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ইতিমধ্যেই ডেঙ্গি সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার ১৮টি ওয়ার্ডেই জোর কদমে ডেঙ্গি রুখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে ইতিমধ্যেই পৌরসভার সার্ভে টিম পৌর নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন নিকাশী নামায় মশার পাদূর্ভাব আটকাতে পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে স্প্রে।
ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা একমাত্র সবথেকে বড় হাতিয়ার এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার সকল পৌর নাগরিকদের জমা জলে মশার উপদ্রব, সম্পর্কে সচেতন করেন।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের সম্পূর্ণ নির্দেশ মেনেই ডেঙ্গি মোকাবিলা করা হচ্ছে গঙ্গারামপুর পৌর এলাকায়। বিগত দিনে পৌর নাগরিকদের মাঝে ডেঙ্গি আক্রান্তের খোঁজ সেভাবে মেলেনি। এবছরও মশা বাহিত এই রোগ যেন কোনোভাবেই গঙ্গারামপুর শহরে থালা বাসাতে না পারে সে ব্যাপারে এখন থেকেই প্রচেষ্টার ত্রুটি রাখছে না গঙ্গারামপুর পৌরসভা কর্তৃপক্ষ।
বাইট, প্রশান্ত মিত্র (চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা)