রহস্য জনকভাবে দীঘি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
মালদা রহস্য জনকভাবে দীঘি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে গাজোল থানার পুলিশ। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম সুকেশ মন্ডল,বয়স ৫৯, বাড়ি ঘনশাহার এলাকায়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা গাজোল থানার অন্তর্গত মাঝরা গ্রাম পঞ্চায়েতের চান্দাহার এলাকার চান্দাহার দীঘিতে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি খোঁজ। আজ সকাল নাগাদ এলাকার সাধারণ মানুষ ওই ব্যক্তির দেহ ওই দীঘিতে ভাসতে দেখতে পায়। খবর দেওয়া হয় তার পরিবারকে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের সদস্যরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।