ছেলেকে ভিন রাজ্যে রেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ শীতলকুচির সর্বেশ্বর জয় দুয়ার এলাকার বাসিন্দা অশ্বীনি বর্মন
গত সোমবার ছেলেকে নিয়ে বিহারের পাটনার উদ্দেশ্যে রওনা দেয় শীতলকুচির সর্বেশ্বর এলাকার বাসিন্দা অশ্বিনী বর্মন। জানা যায় সেখানে অশ্বিনীর ছেলে ঔষধ কোম্পানিতে কাজ পেয়েছি। তাকে সেখানে রাখতে পাড়ি দেয় সে। সেখানে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে যায় অশ্বিনী। দুদিন পাটনায় কাটায়। তারপর গত বৃহস্পতিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। মাঝপথে কোথায় হারিয়ে যায় সে তার সন্ধান মিলছে না ।তবে তার সাথে শেষ যোগাযোগ করার সময় পরিবারের লোক জানতে পারে উত্তরপ্রদেশের গোরখপুরে সে মানসিক ভারসাম্যহীন এর মত আচরণ করছে এমনটাই জানিয়েছিলেন ফোন মারফত সেখানকার স্থানীয় কেউ ।তারপর থেকে ফোনে আর যোগাযোগ হয়নি। এদিকে কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবার। কারণ পরিবারে রোজ গেড়ে একমাত্র অশ্বিনী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি অশ্বিনীকে দেখে থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করুন পরিবারের সঙ্গে।