সুভাষনগর স্কুলে অনুষ্ঠিত হল জেলার ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষা
ময়নাগুড়ি, ৩০ জুলাই : উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত এই প্রথম অনুষ্ঠিত হল অল বেঙ্গল ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন ২০২৩। রবিবার জলপাইগুড়ি জেলার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, রাজ্য সরকারের রেজিষ্টার করা সংস্থা নব পরিবর্তন ধারা এর তরফে গোটা রাজ্য জুড়ে এই পরীক্ষার আয়োজন করা হয়। মূলত সংগঠনটি বিভিন্ন সামাজিক এবং শিক্ষা সম্বন্ধিত কাজ করে থাকেন। তারই একটি অঙ্গ হল এই ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষা। সংগঠন সূত্রে জানা যায়, রবিবার জলপাইগুড়ি জেলার প্রায় প্রতিটি ব্লক থেকে প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। এই বিষয়ে সংগঠনের জলপাইগুড়ি জেলার অর্গানাইজার গণেশ চন্দ্র রায় বলেন, ” উত্তরবঙ্গে এই প্রথম ইংরেজি বিষয় নিয়ে ট্যালেন্ট পরীক্ষার আয়োজন হল। আজকে জলপাইগুড়ি জেলার প্রায় প্রতিটি ব্লক থেকে ১০০০ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের আগামী অক্টোবর মাসে রেজাল্ট প্রকাশিত করা হবে।”