মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু ১ ও জখম ছয়
তুফানগঞ্জ : সাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত ১ ও আহত ৬ জন, কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দোরান ফুলবাড়ীর ২ গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি বটতলা এলাকার ঘটনা। ঘটনায় মৃত ব্যক্তির নাম নীলরতন বীর তার বাড়ি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে খবর তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের উপর ভাটিবাড়ির দিক থেকে আসা একটি দ্রুত গতির অটো ও শালবাড়ি গামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বিকট আওয়াজে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এরপর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ঘটনায় ৬ জন জখমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও মোটরসাইকেল চালক নীলরতন বীরকে মৃত বলে ঘোষণা করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও অটোটিকে তুফানগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।