খড়িবাড়ির সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত তন্ময় এবং মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন বিডিও
খড়িবাড়ি ব্লকের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত তন্ময় ও মিঠুনকে খড়িবাড়ি ব্লকের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হল। মঙ্গলবার খড়িবাড়ি বিডিও নিরঞ্জন বর্মণ তন্ময় রায় এবং মিঠুন সিংহ দুজনকেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দুজনেই খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ এলাকার বাসিন্দা। তন্ময় শ্যামধন জোতের বাসিন্দা এবং মিঠুন চরনাজোতের বাসিন্দা। এই বিষয়ে খড়িবাড়ি ব্লকের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক দ্বারিকা নাথ রায় জানান, খরিবাড়ি ব্লকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত মিঠুন সিংহ এবং তন্ময় রায়কে শুভেচ্ছা জানানো হয়েছে। এটা খড়িবাড়ির জন্য গর্বের বিষয়। তিনি বলেছিলেন যে 20 জুলাই, 2023 তারিখে, সাব-ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত করা হয়েছে। 19 এপ্রিল, 2023-এ, 17 জন পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছিল। এটি ছিল দার্জিলিং জেলার শীর্ষস্থান।