১৫ জন সদস্যের সমর্থনে মানিকচক গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল
মালদা: কংগ্রেস সিপিআইএমকে সাথে নিয়ে পঞ্চায়েত গঠন করল তৃণমূল। ১৫ জন সদস্যের সমর্থনে মানিকচক গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল।গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হতেই আনন্দ উল্লাসে মাতলেন দলীয় নেতা কর্মীরা। মানিকচক ব্লকের অন্তর্গত এই মানিকচক গ্রাম পঞ্চায়েত। ২৬ আসন বিশিষ্ট এ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফলে ১১ টি আসন পাই তৃণমূল।পাশাপাশি বিজেপির ঝুলিতে যায় ১১ টি আসন।কংগ্রেস ২ টি, সিপিআইএম ১ টি ও নির্দল ১ টি আসন পাই। দিন কয়েক আগে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন নির্দলের একজন সদস্য ও কংগ্রেসের একজন। স্বভাবতই ১৩ জন সদস্য হয়েছিল তৃণমূলের। নির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সমস্ত সদস্যের উপস্থিতিতে শুরু হয় পঞ্চায়েত গঠন। বিজেপির ১১ জন ছাড়া মোট ১৫ জন সদস্য সমর্থন করে তৃণমূলের বোর্ড গঠনে। প্রধান হন তৃণমূল সদস্য চাঁদ সুলতানা বিবি। উপপ্রধান তৃণমূল সদস্য প্রসেনজিৎ মন্ডল। মোট ১৫ জন সদস্যের সমর্থনের সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। তবে এই পঞ্চায়েত গঠনে তৃণমূল নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কবিতা মন্ডল,ব্লক তৃণমূল সভাপতি ডঃ মাহফুজুর রহমান সহ অন্যান্যরা। করা পুলিশে নিরাপত্তায় সুষ্ঠুভাবে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।এরপর দলের নেতাকর্মীদের তরফে একটি বিজয় মিছিল গোটা এলাকা পরিক্রমা করে।তবে পঞ্চায়েত গঠনে কংগ্রেস এবং সিপিএম সদস্যদের সহযোগিতা প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান জানান, এলাকার সার্বিক উন্নয়ন মানুষের কাজ করার লক্ষ্যেই এই সমস্ত অন্য দলের সদস্যরা তৃণমূলকে সমর্থন করেছে। মানুষ যাতে পরিষেবা পায় দলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে কাজ করবে এই সমস্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বলে দাবি করেন তিনি