ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিডিওর দ্বারস্থ ইমাম মোয়াজ্জিনেরা

শীতলকুচি: নিজস্ব সংবাদদাতা:অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের শীতলকুচি ব্লক কমিটির পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে শীতলকুচি বিডিও অফিসের সভাগৃহে তারা মিলিত হন। ইমাম মোয়াজ্জিনদের ওই সভায় বিডিওকে আমন্ত্রণ জানানো হলে বিডিও সোফিয়া আব্বাস ওই সভায় উপস্থিত হয়ে তাদের সমস্যাগুলি জেনে নেন। ওই সভা শেষে সেখানে সাংবাদিক সম্মেলনে তারা তাদের দাবিগুলি নিয়ে কথা বলেন।ইমাম মোয়াজ্জিনদের পক্ষ থেকে তাদের ব্লক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া ও সম্পাদক জেন্নাত মিয়া জানান ইমাম মোয়াজ্জিনরা বিভিন্ন সমস্যা নিয়ে বিডিও অফিসে এলে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। এমনকি তাদের বিষয়ে অফিসের দায়িত্বে থাকা যিনি অফিসার তিনি কোন রকমের পাত্তাই দেন না বলে ইমাম মোয়াজ্জিনদের অভিযোগ। যদিও ওই অভিযোগের বিষয়ে বিডিও সাহেবা নিজে অফিসারের সাথে কথা বলবেন বলে ইমাম মোয়াজ্জিনদের জানিয়েছেন। এছাড়াও তাদের দাবি, ইতিপূর্বে যে সমস্ত ইমাম বা মোয়াজ্জেনের মৃত্যু হয়েছে তাদের স্থানে নতুন ইমাম ও মোয়াজ্জেন কাজ শুরু করলেও তাদেরকে অফিসের তরফে ভাতা প্রদানের কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এক কথায় বিডিও অফিসের তরফে ইমাম মোয়াজ্জিনদের দপ্তরে যে অফিসার রয়েছে সে এ বিষয়ে সম্পূর্ণভাবে উদাসীনভাবে কাজ করছে, অবিলম্বে এর প্রতিকারের দাবি জানিয়েছেন ইমাম মোয়াজ্জিনেরা। পশ্চিমবঙ্গ সরকার ইমাম মোয়াজ্জিনদের ছেলে মেয়েদের পড়াশোনায় সুবিধা দেবার জন্য স্কলারশিপ এর ব্যবস্থা ঘোষণা করেছেন কিন্তু সেগুলো দেবার বিষয়ে অফিসের মাধ্যমে কোনরকম খবরা খবর জানানো হয়নি। তাদের ওই দাবিগুলির বিষয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *