দুই দিনের ব্যবধানের আবারও বড় সাফল্য পেল ফালাকাটা থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা:বুধবার, রাতে ব্রাউন সুগার সমেত এক পাচারকারী কে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ।তার ঠিক দুই দিন পর অর্থাৎ শুক্রবার রাত ১টা নাগত ছিনতাই বাজকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ।শনিবার ছিনতাইবাজ গ্রেপ্তারের খবর ফালাকাটা শহরের ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফালাকাটা থানার পুলিশ সূত্রে জানাগিয়েছে শুক্রবার ফালাকাটা শহর সংলগ্ন খারাকদম ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাই করতে আসতে পরে এক দল যুবক বলে আগাম খবর মেলে। সেই মতোই সাদা পোশাকে ওৎ পেতে থাকে পুলিশ। রাত ১টা নাগত ছিনতাই উদ্যেশে পাঁচ যুবক খারাকদম এলাকায় আসলে ফালাকাটা থানার পুলিশ তিন যুবক হাতে নাতে ধরে ফেলে ও বাকি দুই যুবক পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ধৃত তিনজনের কাছ থেকে খেলনা বন্দুক,সশস্ত্র অস্ত্র,চুরি সহ একাধিক সামগ্রিক উদ্ধার হয়।ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার বলেন ধৃত জয়ন্ত বর্মন(২৮),দীপক বর্মন(২৯),সুরজিৎ বর্মন(৩২) ফালাকাটা শহর সংলগ্ন বড় শৌলমারী এলাকার বাসিন্দা।