প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি চাকরি পরীক্ষার্থীদের সুবিধার জন্য বই লিখে চলেছেন মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজ
মালদা: নিজস্ব সংবাদদাতা,পাশাপাশি মালদা সদর দক্ষিণ চক্রের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। নিজে চাকরির পরীক্ষা দেওয়া সময় অনুভব করেছিলেন, বিভিন্ন বিষয় একসাথে নিয়ে পড়াশোনা করলে প্রস্তুতি দ্রুত নেওয়া সম্ভব। এই ভাবনা থেকেই পরীক্ষাদের সুবিধার্থে তিনি বই লিখে চলেছেন। ইতিমধ্যে ৩টি বই লেখা হয়ে গেছে। তাঁর লেখা ডাব্লুবিসিএস, ফুড সাপ্লাই অফিসার এবং টেট-এর ওপর বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখন চলছে সাব ইন্সপেক্টর অফ স্কুলস-এর বই লেখার কাজ। পরীক্ষার্থীদের তাঁর উপদেশ, পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথমে পড়াশোনা করে যেতে হবে। তারপর চর্চা করে যেতে হবে গুরুত্ব দিয়ে।